ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আবীর হোসেনের নেতৃত্বে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় কলারোয়া পৌরসদরের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শুভো রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিম, সজল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আকিফুর রহমান আকিব, শেখ রাব্বি, সরকারি কলেজের সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল হোসেন, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান আকাশ প্রমুখ।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।