মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত: জাতিসংঘ

প্রতিবেদক
the editors
এপ্রিল ১১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক | ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত হয়েছেন। সম্ভবত এই সংখ্যা আরও বেশি হতে হতে পারে।

এমনটিই বলছে জাতিসংঘ। খবর আল জাজিরা।
জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন বলে তাদের কাছে হিসাব রয়েছে।

ওএইচসিএইচআর এই সংখ্যাকে হিমশৈলীর অগ্রভাগ হিসেবে আখ্যা দিয়েছে। কেননা যুদ্ধক্ষেত্রে প্রবেশাধিকার সীমিত।

এক বিবৃতিতে বলা হয়েছে, ওএইচসিএইচআর বিশ্বাসআ করে যে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে।

নিহতের বেশিরভাগ সংখ্যাই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। এর মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জনের তথ্যও রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!