দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখাওয়াত হোসেন, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, উপ-সহকারী কৃষি অফিসার শওকত ওসমান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, আনসার কমান্ডার আশালতা পারভীন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা ফারহানা পারভীন মুক্তি, সখিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজু পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় চলতি মৌসুমে অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ বা বাজারজাতকরণ রোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে পর্যায়ক্রমে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।