ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ৩২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্য অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন, ডিএসবির পুলিশ পরিদর্শক মনুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।