সোমবার , ১০ জুন ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে-গুলি করে হত্যা

প্রতিবেদক
Shimul Sheikh
জুন ১০, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১০ জুন) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল। নিহত রোহিঙ্গা তরুণরা হলেন, মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খাঁন।

অধিনায়ক মো. ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করেন। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় তারা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গা তরুণকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!