ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার এম আর ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) মাধবকাটি বাজার সংলগ্ন এম আর ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইড ফাউন্ডেশনের পরিচালক ও স্কুলের সভাপতি মোঃ ইব্রাহিম খলীল।
প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার ম-ল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রৌফিকা নুর, প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ এবং সহকারী শিক্ষক নাজমুল আলম।
ফলাফল প্রকাশের পর ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর কবীর, স্কুলের সহকারী শিক্ষক রেশমা খাতুন, রৌফন আরা, মর্জিনা
খাতুন, রাবেয়া খাতুন, সুরাইয়া খাতুন, আওরঙ্গজেব সাগর, চারুকলা শিক্ষক মোঃ আছাদুজ্জামান আছাদ, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার আমিনুল ইসলাম, মোঃ আক্তারুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার সুপার হাফেজ শরিফুল ইসলাম এবং তত্ত্বাবধায়ক হাফেজ মাছুম বিল্লাহ।