ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও লহ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে তিনটি বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় সংসদের অধিবেশনে পর্যায়ক্রমে বিল তিনটি উত্থাপন করেন। পরে বিল তিনটি পরীক্ষা করে আগামী তিনদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।