সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী এবং প্রশিক্ষণ দেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মোঃ মনিরুজ্জামান মনির।
শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীরের সঞ্চালনায় অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা পৌর বিএনপি’র সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, শ্যামনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহবায়ক মোঃ নূরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।