সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে শুভ সংঘের স্কুল ক্যাম্পেইন

প্রতিবেদক
the editors
আগস্ট ৭, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় স্কুল ক্যাম্পেইন পরিচালনা করেছে কালেরকণ্ঠ শুভসংঘের সদস্যরা।

সোমবার (৭ আগস্ট) সাতক্ষীরা শহরের নবজীবন ইনস্টিটিউটে এই ‌ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

কালেরকণ্ঠ শুভ সংঘ সাতক্ষীরা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেন, শুভসংঘ সাতক্ষীরা শাখার সদস্য মুশফিকুর রহমান, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক কাজি মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বোরহান আলি প্রমুখ।

বক্তারা বলেন, বাড়িতে ফুলের টবে, ডাবের খোলায়, আইসক্রিমের বাটিতেসহ নানা স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এজন্য সকলকে সচেতন থাকতে হবে। নিজেদের দায়িত্বে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির রক্ত যখন মশা পান করে, তখন ডেঙ্গুর জীবাণু ওই মশার দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে লালাগ্রন্থিতে অবস্থান নেয়। পরে এই মশা যখন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন ত্বকের মাধ্যমে ডেঙ্গুর জীবাণু তার দেহে প্রবেশ করে। সুতরাং আমাদের সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!