কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুমা রানী বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
পরবর্তীতে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রয়াত প্রবীর কুমার দেবনাথ ও ইতিহাস বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক মর্জিনা মোমতাহানার স্বামীর মৃত্যুতে শোক জ্ঞাপন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।