ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ম্যানগ্রোভ সাহিত্য সভায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গের কবি আবু রাইহান বলেছেন, কবিতা আলো ছড়ায়। কবিতা সমাজ বদলে দেয়। কবিতা বিপ্লব সৃষ্টি করে। বিপরীতে কবিদের থামানোর জন্য সরকার পুরস্কার দেয়। স্বীকৃতির প্রয়োজন আছে। তবে তা যদি কবির গতিপথ রুদ্ধ করে তাহলে আলোর পথ বন্ধ হয়ে যায়।
রোববার সন্ধ্যায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে ব্যাঘ্রতট আয়োজিত সাহিত্য সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাহিত্য সভায় প্রাবন্ধিক শুভ্র আহমেদ ও ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিনের সঞ্চালনায় আরও আলোচনা করেন পশ্চিমবঙ্গের কবি কবি তাজিমুর রহমান, কবি অরুন পাঠক ও কবি দেবদুলাল পাঁজা।
গান ও আবৃত্তিতে জমে ওঠা এই সাহিত্য সভায় স্থানীয়দের মধ্যে অংশ নেন রবীন্দ্র গবেষক প্রফেসর আব্দুল হামিদ, কণ্ঠশিল্পী মঞ্জুরুল হক, সাংস্কৃতিক সংগঠক হেনরী সরদার, কবি কিশোরী মোহন সরকার, গীতিকার প্রাণ কৃষ্ণ দাশ, প্রাবন্ধিক কবীর রায়হান, কবি মন্ময় মনির, আরশি বাউল, কবি শহীদুর রহমান, কবি দিলরুবা রুবি, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, ছড়াকার আহমেদ সাব্বির, কবি সুলতান আহমেদ, কবি নুরুজ্জামান সাহেব, কবি আবু সালেক চাদ, মনিরুজ্জামান মুন্না, কবি গুলশানারা, সংবাদ কর্মী রিজাউল করিম, সংগঠক কর্ণ বিশ^াস কেডি, জাহাঙ্গীর আলম প্রমুখ।