শনিবার , ৬ মে ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির নির্বাচন: সভাপতি শহিদুল, সম্পাদক বাবুল

প্রতিবেদক
the editors
মে ৬, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা স্থায়ী অস্থায়ী বন্দর পারাপার যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার ( ৬ মে) সকাল ৯টা থেকে বিরামহীনভাবে দুপুর ১টা পর্যন্ত মোংলা স্থায়ী অস্থায়ী বন্দর পারাপার যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতির কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম ভূইয়া ছাতা প্রতীকে ৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হেলাল উদ্দিন বাহাদুর চেয়ার প্রতীকে ১৬ ভোট পেয়েছেন। এছাড়া মোঃ মোশারেফ হোসেন কোনো ভোটই পাননি।

সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম বাবুল বাঘ প্রতীকে ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হারুন হাওলাদার আনারস প্রতীকে ২৩ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকারিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

এছাড়া সহ-সম্পাদক মোঃ আল আমিন প্রজাপতি প্রতীকে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন সাইকেল প্রতীকে ৩০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল খেজুর গাছ প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুর নবী কলস প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।

প্রচার সম্পাদক পদে মোঃ শহিদুল আকন তালা চাবি ও মোঃ মানিক আকন চশমা প্রতীকে একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মোঃ শহিদুল আকন বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে আলী আজীম বটগাছ প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল আকন মাছ প্রতীকে পেয়েছেন ২৭ভোট। সাধারণ সদস্য পদে মোঃ রমজান তালুকদার (রশনি) ৫২ ভোট ও মোঃ খোকন শেখ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন। এসময় নির্বাচন পরিদর্শন করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ ও এসআই মোঃ রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!