সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়ায় মজসিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৬, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এবার সাতক্ষীরার কলারোয়ার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে এই লেখা ভেসে ওঠে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভাধীন শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলমান থাকতে দেখেন তারা। এর ১-২ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলমান থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিক সেটার ছবি ও ভিডিও ধারণ করেন।

এসময় মসজিদের ইমাম তরিকুল ইসলামকে ডেকেদৃশ্যটি দেখালে তিনি আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষণিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন। ঘটনার বিষয়ে তিনি কিছু বুঝতেই পারেননি। তাৎক্ষণিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলে।

ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যায়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!