সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব স্লোগান লিখেছেন, তা কেউ জানেন না।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে ৫ আগস্ট হামলার অভিযোগে পাঁচটি মামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এরপর থেকে তাঁদের প্রকাশ্য কোনো তৎপরতা ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর, শংকরকাটিসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখা হয়েছে। লাল কালিতে লেখা ‘জয়বাংলা’ মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসে।
সরেজমিনে গেলে, নকিপুর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি মোড়ের আগে নতুন কালভার্ট এলাকার সাজুর দোকানের পাশে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ ঢালীর বড় ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে ও জয়নগর মাঠের পাশে কমিউনিটি ক্লিনিকের দেয়ালে এমন লেখা চোখে পড়ে।
কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী বলেন, হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় কাপুরুষের মতো দেয়াললিখে আতঙ্কের সৃষ্টি করেছে।
শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় বিএনপিকে কারা এর সাথে জড়িত সে ব্যাপারে খোঁজ নেয়ার জন্য বলেছেন। সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, বিষয়টি জানতে পেরেছি, খোঁজখবর নেয়া হচ্ছে।