ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ধুমপান বিরোধী ক্যাম্পেইন করেছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় শহরের আমতলা মোড়ের মুদিখানা ও চায়ের দোকানগুলোতে এই ক্যাম্পেইন করেন তারা।
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন বলেন, শিক্ষার্থীরা যাতে করে ধুমপান থেকে বিরত থাকে বা তারা যাতে ধুমপানের উপকরণ সহজে না পায় সেজন্য এই ক্যাম্পেইন। তাদের ধুমপান থেকে বিরত রাখতে পারলে মাদকাসক্তির হার কমবে।
তিনি বলেন, দোকানীদের বলছি তারা যেন ছাত্রদের কাছে ধুমপানের সামগ্রী বিক্রি না করে ও কোন ছাত্র আসলে যেন তার ছবি তুলে আমাদের খবর দেয়।
ক্যাম্পেইনে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, চিফ ইন্সট্রাক্টর আব্দুল আলিম, শিক্ষক রঞ্জন কুমার সরকার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।