ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক অধ্যাপক আবু আহমেদের মাতা দিলারা খাতুন (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দ্য এডিটরস এর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।