সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য শ্যামনগর থেকে বাগেরহাট পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে যাত্রা শুরু করেন তারা। ১৯ জানুয়ারি বাগেরহাটের শহীদ স্মৃতি কলেজে পৌঁছে তাদের পরিভ্রমণ শেষ হবে।
রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের উদ্দেশ্যে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার, রোভার মেট এস. এম রায়হানুল ইসলাম রায়হান, রোভার সদস্য মিঠুন কুমার, রাফিউল্লাহ বেলালী ও মোঃ ফিরোজ হোসেন ।
পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা কালিগঞ্জ, নলতা, সাতক্ষীরা সদর, কুমিরা, চুকনগর, খুলনা ও বাগেরহাট পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন। এই সময় সমাজ সচেতনতামূলক পাঁচটি স্লোগান তারা বহন করবে।
পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ,সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।
পরিভ্রমণকারী দলের দলনেতা আহাদুল্যাহ তরফদার জানান, স্কাউটিংয়ের সবচেয়ে ঝুঁকি এবং আনন্দদায়ক অংশ পরিভ্রমণ। রোভাররা যেকোনো নতুন পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর পরিভ্রমণের মাধ্যমে এটি হাতে-কলমে শেখা যায়।
পরিভ্রমণকারী রায়হান বলেন, রোভার প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সকল পারদর্শিতা ব্যাজ অর্জন করা কিছুটা চ্যালেঞ্জিং। তবুও একজন রোভার হিসেবে খুবই আনন্দিত যে সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা রোভার প্রোগ্রামের সর্বশেষ ব্যাজের (পরিভ্রমণ ব্যাজ) উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
আরেক সদস্য রাফিউল্লাহ বলেন, পরিভ্রমণ ব্যাজটি অর্জন কষ্টদায়ক হলেও শিক্ষণীয় আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং কাজ। আশা করি সুন্দরভাবে এটি শেষ করতে পারব।
উল্লেখ্য, রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড অর্জনের জন্য একজন রোভারকে ছয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এগুলোর মধ্যে অন্যতম পরিভ্রমণকারী ব্যাজ। যার জন্য একজন রোভারকে পায়ে হেঁটে পাঁচদিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। এছাড়া সাইকেলযোগে ৫০০ কিলোমিটার কিংবা নৌকায় দাঁড় বেয়ে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করেও ব্যাজটি অর্জন করা যায়।