বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পরিবেশগত সমস্যা সমাধানে কর্মশালা

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের পরিবেশগত সমস্যা সমাধানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার এর আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের একটি কনফারেন্স রুমে ইমপ্লিমেন্টেশন অব আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সাতক্ষীরা পৌর প্রশাসক মাশরুবা ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউছার মো: আব্দুল ওয়াহিদ, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম, সিটি কো-অর্ডিনেটর আহসান রাকিব, ওয়াকিমুল ইসলাম শাকিল, রাহাতুল ইসলাম, সানজিদা ইয়াসমিন প্রমুখ।

কর্মশালায় বলা হয়,
সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (LICA) প্রকল্পটি GIZ-এর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। যার লক্ষ্য জলবায়ু-সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করা।

এই প্রকল্পের আওতায় খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জ শহরে আরবান লিভিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এই ল্যাবগুলো সমন্বিতভাবে গ্রিন স্পেস ও ব্লু স্পেস (যেমন পার্ক, উদ্যান ও পুকুর, জলাশয়) ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এবং স্থানীয়ভাবে গৃহীত মানানসই সমন্বিত পদ্ধতির মাধ্যমে নগরের পরিবেশগত প্রতিকূলতা মোকাবিলায় কাজ করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
preload imagepreload image