এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের কাশিমাড়ী ইউপির ঝাপালী এলাকায় চিংড়ি ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাটের কাজ করছিলেন পেশাদার বালু খেকো তাহমিদ হোসেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয়রা বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতকে জানালে তাৎক্ষণিক তিনি স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে পৌঁছালে বালু তোলার মেশিনের দায়িত্বে থাকা প্রতাপনগরের ইসমাইল ও ইয়াকুব দৌড়ে পালিয়ে যায়। এসময় অভিযান পরিচালনাকারী দল মেশিনের কিছু সরঞ্জাম জব্দ করে নিয়ে যায় ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে।