সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আরিফুজ্জামান আইলু (৩৬) ও মিজানুর রহমান (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পরানপুর ও বাদঘাটা গ্রাম থেকে উপ-পরিদর্শক সজীব আহমেদ তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের নিকট থেকে চার বোতল ফেনসিডিল, এক বোতল ভারতীয় মদ, ৩৩০ গ্রাম গাজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা যথাক্রমে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মৃত জাহের আলী ও কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের মৃত শেখ সাহাবুদ্দীনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা মাদক আইনের দু’টি মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের ম্যাধমে কারাগারে পাঠানো হয়েছে।