কয়রা (খুলনা) প্রতিনিধি: মেডিকেলের অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়েও আর্থিক সংকটে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে রেজওয়ান আহমেদ।
গোপালগঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া রেজওয়ান আহমেদের বাড়ি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামে।
তাঁর বাবা ইব্রাহিম খলিল স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী, আর মা আছিয়া খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে রেজওয়ান মেজ। ভাইবোনেরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছেন।
রেজওয়ান জানায়, স্কুলে পড়াকালীন সময়েই আর্থিক সংকটে পড়তো তার পরিবার। তারপরও অদম্য প্রচেষ্টায় শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্য পেয়েছেন তিনি।
গ্রামের সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাস করার পর ভর্তি হন গিলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে ২০২১ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
এরপর স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নিয়ে খুলনার সুন্দরবন কলেজে ছেলেকে ভর্তি করান রেজওয়ানের বাবা। সেখানেও জিপিএ-৫ পায় সে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবার চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছাড়েনি রেজওয়ান। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কয়রা উপজেলা থেকে একমাত্র রেজওয়ানই গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
রেজওয়ান আহমেদের বাবা ইব্রাহিম খলিল বলেন, আমি অল্প বেতনে চাকরি করি। ২০১৫ সালে হঠাৎ আমার হৃদ্রোগ ধরা পড়ে। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছি। এখন ধারদেনার মধ্যে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। প্রতি মাসে ঋণের কিস্তি দিতে হয়। ছেলেটার মেডিকেলে ভর্তি আর পড়ালেখার খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই। আগামী মাসের ২ থেকে ৮ তারিখের মধ্যে ছেলেকে ভর্তি করাতে হবে। এখনো ভর্তির টাকাই জোগাড় করতে পারিনি। এখন খুব দুশ্চিন্তায় আছি।
সাতহালিয়া গাউসুল আযম দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা বলেন, রেজওয়ান ছোট থেকেই নম্র, ভদ্র স্বভাবের একটি ছেলে। লেখাপড়ার প্রতি তার ছিল প্রবল ইচ্ছে শক্তি। রেজওয়ানের বাবা ইব্রাহীম খলিল আমার প্রতিষ্ঠানে সামান্য বেতনের একজন কর্মচারী। তিনি দীর্ঘদিন অসুস্থ। এখন একদিকে পরিবার অন্যদিকে ছেলের ভর্তি নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
রেজওয়ান আহমেদ বলেন, আমি ছোটবেলা থেকেই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেছি। প্রথমবার না পারলেও এবার আমি ভর্তির সুযোগ পেয়েছি। তবে পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে, এখন ভর্তির জন্য যে টাকা প্রয়োজন, তা জোগাড় করতে পারছি না। আমার বাবা-মা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু এটি অনেক বড় পরিমাণ টাকা, যা আমাদের জন্য যোগাড় করা সম্ভব হচ্ছে না। আমার পড়ালেখা করানোর জন্য বাবা -মা অনেক কষ্ট করেছে। তাদের কষ্ট ঘোঁচানোর জন্য আমি একজন মানবিক চিকিৎসক হতে চাই। এখন আমার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।