ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সাতক্ষীরার লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।
এছাড়াও সাংবাদিক কেন্দ্রের পক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, এখন টিভির আহসান রাজীব, গ্লোবাল টিভির রাহাত রাজা, সংবাদ প্রকাশের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা টাইমসের হোসেন আলী, খবরের কাগজের জিএম জাকির হোসেন, দ্য এডিটরস-এর সুলতান শাহাজান, বার্তাটুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তদা হৃদয়, ভয়েজ অব টাইগারের মিলন রুদ্র প্রমুখ।