রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবন প্লাস্টিক বর্জ্য শূন্যকরণে অ্যাডভোকেসি সভা

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সুন্দরবন প্লাস্টিক বর্জ্য শূন্যকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় বনজীবী ইয়ুথ টিম ব্রিটিশ কাউন্সিল ও একশন এইড এর অর্থায়নে এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বনজীবী নারী উন্নয়ন সংগঠন এর সভাপতি শেফালী বিবি।

অংশ নেন বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশের এসআই সুজিত কুমার, সিএমসির সভাপতি মাহমুদা বেগম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের ইয়ুথ মোবিলাইজার কানিজ শাইমা, বনজীবী ইয়ুথ টিমের সভাপতি মো. শামীম হোসেন, নীলডুমুর ট্রলার মালিক সমিতির মো. সোহেল রানা, মো. মনিরুল ইসলাম, মো. মোক্তার হোসেন, মো: মতালেব গাজী, মো. আব্দুল হক মালি, মো. শাহজাহান সিরাজ প্রমুখ।

সভায় সিএমসি কমিটির সভাপতি মাহমুদা বেগম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে প্লাস্টিকের ব্যবহার কোনোভাবেই কমিয়ে আনা যাচ্ছে না। তাছাড়া ব্যবহারকারীদের অসচেতনতার অভাবে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার দিনদিন আরও বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারের উপযোগিতা ও সহজলভ্য হওয়ায় এটি এখন নিত্য ব্যবহার্য পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর ইয়ুথ মোবিলাইজার কানিজ শাইমা বলেন, সাতক্ষীরা অঞ্চলের নদীগুলো দিয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সুন্দরবন হয়ে সাগরে প্রবেশ করছে। বিশেষ করে শ্যামনগরের নীলডুমুর বাজার, মুন্সিগঞ্জ বাজার, কলবাড়ী বাজার, নওয়াঁবেকী বাজার, ভেটখালি, হরিনহর এসব এলাকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক খোলপেটুয়া, চুনা ও মালঞ্চ নদীর মাধ্যমে সুন্দরবনের নদী-খালগুলোতে চলে যাচ্ছে। এর প্রভাব খুবই মারাত্মক। এসব প্লাস্টিকের পণ্য উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতির জন্য হুমকিস্বরূপ। এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ ছাড়া এটি কোনোভাবে রোধ করা সম্ভব না।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষেধ, বিশেষ করে খাওয়ার প্লেট, বোতল, বিভিন্ন প্লাস্টিক মোড়ক বহন সম্পূর্ণ নিষেধ। ইতোমধ্যে গতবছর আমাদের পার্শ্ববর্তী মুন্সীগঞ্জে প্লাস্টিক প্লেট ব্যবহার করার জন্য একটি ট্রলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তাছাড়া আমাদের এই অঞ্চলে ট্যুর অপারেটরদের প্রত্যেকটি ট্রলারে একজন করে ইকো গাইড দেওয়া হচ্ছে। তারা টুরিস্টদের সঙ্গে থাকছেন এবং যেন সুন্দরবনের ভ্রমণের সময় প্লাস্টিক পণ্য ব্যবহার না করেন এবং পানিতে না ফেলেন সে বিষয়ে কাজ করছেন।

নীলডুমুর ট্রলার মালিক সমিতির মো. সোহেল রানা বলেন, উজান থেকে যেসব প্লাস্টিক বর্জ্য সুন্দরবনে নেমে আসে, সেগুলো রোধ করা দরকার। আমরা দেখেছি বিভিন্ন বাজার থেকে ময়লা ফেলা হচ্ছে নদীতে, সেগুলো ধীরে ধীরে সুন্দরবনে চলে আসছে। সেক্ষেত্রে স্থানীয় বাজার কমিটি, জেলা এবং উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

উন্নয়ন কর্মী ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ বলেন, দেশের উপকূলীয় এলাকার হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহারের পর বর্জ্য হয়ে যায় এমন প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের নির্দেশনা আছে হাইকোর্টের। কিন্তু এ নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তৎপরতার অভাবে এটি কার্যকর করা যাচ্ছে না। এ বিষয়ে এখনই কোনো কার্যকর ব্যবস্থা না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে। ২০২০ সালের জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরকে ২০২১ সালের মধ্যে এ ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে আদেশ দেন হাইকোর্ট। ইতোমধ্যে চার বছর কেটে গেলেও এ বিষয়ে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি হয়নি।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image