ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শারাফাত হোসেনকে সভাপতি ও আব্দুল আজিজ নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) রাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন তারা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান (শামীম), সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না, দীপ্ত বিশ্বাস, নাজমুল হাসান, আল মামুন রাজ, তাওহীদ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুসানুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বাবুল, ফয়সাল হোসেন রাজ, আসমতুল্লাহ আল গালি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজিব সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম সোহাগ, তানিয়া ইসলাম, রিফাত আফিফা সিমলী, দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান, উপ-দপ্তর সম্পাদক ইমরান নাজির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর গাজী, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, আইন বিষয়ক সম্পাদক, আমিনুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাওহীদ রনি, ছাত্রী বিষয়ক সম্পাদক সিনথিয়া ইয়াসমিন তমা, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সাকিব হাসান, সমাজসেবা সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল কবির, জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাইদ, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, রাজনৈতিক ও শিক্ষা পাঠচক্র সম্পাদক রাজু আহমেদ, কার্যকারী সদস্য গোলাম রাসুল, মো. বিল্লাল হোসেন, আলামিন হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটি আগামী এক বছর সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।