রবিবার , ৯ মার্চ ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জাকাতের হকদার যারা

প্রতিবেদক
the editors
মার্চ ৯, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

ইসলাম ডেস্ক: আল্লাহ তাআলা মুসলমানদের আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। পরস্পর ঝগড়া-বিবাদে লিপ্ত হতে নিষেধ করেছেন এবং সাবধান করে দিয়েছেন যে, পরস্পর বিবাদে জড়ালে মুসলমানরা শক্তিহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য কর এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সুরা আনফাল: ৪৬)

২. আল্লাহ তাআলা মুসলমানদের ওই অবিশ্বাসী দাম্ভিক ও অহঙ্কারীদের মতো হতে নিষেধ করেছেন যারা আল্লাহ আনুগত্যের পথে যেতে মানুষকে বাঁধা দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মত হয়ো না, যারা তাদের ঘর থেকে অহঙ্কার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আর তারা যা করে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। (সুরা আনফাল: ৪৭)

৩. আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সদাকা হচ্ছে দরিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; তা বণ্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা: ৬০)

এ আয়াত অনুযায়ী জাকাত গ্রহণের উপযুক্ত আট শ্রেণির মানুষ হলেন:

১. ফকির; যার কিছুই নেই।
২. মিসকিন; যার নেসাব পরিমাণ সম্পদ নেই।
৩. জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী।
৪. আর্থিক সংকটে থাকা নওমুসলিম।
৫. ক্রীতদাস। (মুক্ত হওয়ার জন্য)
৬. ঋণগ্রস্ত ব্যক্তি।
৭. আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি।
৮. মুসাফির; স্বদেশে ধনী হলেও যিনি ভ্রমণকালে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন।

৪. কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া করা ও তাকে বিদায় জানানোর জন্য জানাজার নামাজ আদায় করা হয়। অমুসলিমদের জন্য জানাজার নামাজ পড়া নাজায়েজ। অমুসলিমদের জন্য জানাজার নামাজ পড়তে নিষেধ করে আল্লাহ তাআলা বলেন, আর তাদের (অমুসলিমদের) মধ্যে কেউ মারা গেলে তার জন্য তুমি জানাজা পড়বে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। নিশ্চই তারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে এবং তারা ফাসেক অবস্থায় মারা গিয়েছে। (সুরা তাওবা: ৮৪)

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image