ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আদালতের ২০২৪ ব্যাচের নবীন আইনজীবীরা বর্ষপূর্তি উদযাপন করেছেন।
এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সাতক্ষীরা শহরের কফিভিলা রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আইন পেশার মর্যাদা রক্ষা ও জনসেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে ২০২৪ ব্যাচের নবীন আইনজীবীদের মধ্যে অ্যাড. মো. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. মো. মাকফুর রহমান, অ্যাড. শেখ রায়হান, অ্যাড. মো. মেহেদী হাসান, অ্যাড. মো. মোকলেছুর রহমান, অ্যাড. মো. নাজিন হাসান, অ্যাড. মো. শাহানুর রহমান, অ্যাড. শাফিকুল ইসলাম, অ্যাড. মো. মাসুদ হাসান, অ্যাড. মো. ওবায়দুর রহমান সবুজ, অ্যাড. মোছা. মার্জিয়া তাসনিম, অ্যাড. মো. আবুল কালাম আজাদ, অ্যাড. সুবির কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।