ডেস্ক রিপোর্ট: আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও সুমন।
বৃহস্পতিবার তিনি ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাপজরিপ করে দেখা যায় ৬০০ মিটার ভেঙে গেছে। এসময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ১০০ মিটারে এলাকায় কাজ শুরুর আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাওবোর সহকারী লিটন, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, বিএনপি নেতা বকুল শিকারি, আল মাহমুদ টিক্কা প্রমুখ।