ডেস্ক রিপোর্ট: আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনে সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়ানো হবে।
সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় জানায়, ক্যাম্পেইনে জেলার মোট ১ হাজার ৯৩৮টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারি ও ৪ হাজার ৭৭২ জন বেসরকারি স্বাস্থ্য কর্মীসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।