সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ, ইউপি সদস্যকে জরিমানা

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ দেয়ার সময় এক ইউপি সদস্যকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

আদালতের পেশকার মোঃ আনিছুর রহমান জানান, রোববার উপজেলার লতা গ্রামের আব্দুল বারিক সরদারের ছেলে ইউপি সদস্য মোঃ বাবলু সরদার শিবসা নদীর চর ভরাটি জমি দখল করে চিংড়ি ঘের করার জন্য ভেকু মেশিন দিয়ে বাঁধ দিচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় ইউপি সদস্য বাবলু সরদারকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫/১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!