সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

উপকারভোগী জনসাধারণের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৬, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং পেশাজীবীদের দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের উপকারভোগী জনসাধারণের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, মহিলা অধিদপ্তর সাতক্ষীরা’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্দুর জব্বার, বীর নিবাস পাওয়া উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মো. আব্বাস আলী, উপকারভোগী শিক্ষার্থীর অভিভাবক স্বপ্না দাশ, উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী শিউলি দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগী তপন দাস, উপকারভোগী কৃষক জোবাইদা খাতুন, উপকারভোগী প্রতিবন্ধী সিহাব সিদ্দিকী, বয়স্ক ভাতা ভোগী লিয়াকাত শেখ, কৃষক কমলেশ সরকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

 

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!