বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে আব্দুল্লাহর নেতৃত্বে দস্যুতায় কারাগার ভেঙে পালানো আসামিরা!

প্রতিবেদক
the editors
আগস্ট ২২, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

বিলাল হোসেন: গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের অস্ত্র লুট করে পালানো আসামিদের একটি দল সুন্দরবনে দস্যুতায় লিপ্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দস্যুদের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছে জেল পালানো আসামি আব্দুল্লাহ তরফদার (৪২)। এতে উপকূলজুড়ে বনজীবীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শফিকুল গাজী নামে এক জেলেকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

বাহিনী প্রধান আব্দুল্লাহ তরফদার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আকবর তরফদারের ছেলে।

দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, আব্দুল্লাহ তরফদার নারী পাচার মামলায় সাতক্ষীরা কারাগারে বন্দি ছিল। গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে অস্ত্র লুট করে পালিয়ে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পারাণপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। ৬ আগস্ট রাতে আব্দুল্লাহ টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী ও রাজ্জাক গাজী এবং একই গ্রামের পাগলা সুলতানের ছেলে সফিকুল ইসলামের সহযোগিতায় মিরগাং মোড় দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। সুন্দরবনে গিয়ে দস্যুতায় নামা আব্দুল্লাহর বাহিনীতে যোগ দিয়েছে ১০ থেকে ১২ জনের একটি দল। যাদের অধিকাংশই কারাগার থেকে পালিয়ে আসা।

সূত্র মতে, এসব দস্যুর বাড়ি সাতক্ষীরা ও কালিগঞ্জের মৌতলায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সুন্দরবনের দাড়গাং, আঠারোবেকী, কাচিকাটা, রায়মঙ্গল, কচুখালী ও মাওন্দো নদীতে অবস্থান করছে। তারা জেলেদেরন নৌকায় যা পাচ্ছে তুলে নিচ্ছে। পুনরায় বনে প্রবেশ করলে মোটা অংকের টাকা নিয়ে প্রবেশ করতে বলছে।

একাধিক জেলে আব্দুল্লাহ তরফদারের নেতৃত্বে সুন্দরবনে আবার বনদস্যুরা সক্রিয় হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারা জানান, তারা আব্দুল্লাহ তরফদারসহ অনেককেই চিনতে পেরেছেন।

এদিকে, আব্দুল্লাহ তরফদারকে দস্যুতায় সহযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী অস্বীকার করে বলেন, আমি গতকাল বন থেকে বাড়ি আইছি। এসে শুনলাম যে বনে ডাকাত নেমেছে। আমার ভাই রাজ্জাক ও আমাকে ফাঁসানোর জন্য একটিপক্ষ মিথ্যা বলছে।

একইভাবে সফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মা রাবেয়া বেগম ফোন রিসিভ করে জানান, সফিকুল আর রাজ্জাক বনে আছে।

ছেলেদের দস্যুতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, আব্দুল্লাহ তরফদারসহ জেল থেকে পালানো ৭-৮ জন এখনো আত্মসমর্পণ করেনি। তাদের গ্রেফতারে প্রশাসন অভিযান শুরু করেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, শোনা যাচ্ছে সুন্দরবনে বনদস্যু নেমেছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

 

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!