মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘ব্যর্থ হওয়ার ভয়’ দল থেকে দূর করেছেন হাথুরুসিংহে

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দায়িত্ব নিয়েছেন কেবল মাস দুয়েক হলো। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের হাওয়া বদলে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, আয়ারল্যান্ডকেও ওয়ানডে সিরিজে পাত্তাই দেয়নি। ফলাফলের চেয়েও দেখার মতো ছিল বাংলাদেশের খেলার ধরন।

আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট ছিল হাথুরুর আমলে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগের দিন এসে লঙ্কান কোচ বলেছিলেন ‘বদল এসেছে মানসিকতায়। ’ ঠিক কী বদল এলো? এমন প্রশ্ন করা হয় তাসকিন আহমেদকে। তিনি জবাবে বলেছেন, ব্যর্থ হওয়ার ভয় দূর করেছেন হাথুরু।

তিনি বলেছেন, ‘আসলে ফিয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে সবাই সাপোর্ট করছে। ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। যেন আমরা এক্সিকিউশনে করতে দ্বিধাদ্বন্দ্ব না থাকি, ফ্রি লি যেন খেলি ক্রিকেটটা। উজাড় করে দেই। এই গেমটা আনতে চাচ্ছে মাঠের মধ্যে, অ্যাগ্রেসিভ ক্রিকেট। ’

গত দুই টি-টোয়েন্টি সিরিজেই বাংলাদেশ দলে ছিল নানা সীমাবদ্ধতা। শেষটিতে কিছুটা ভালো করলেও ২০২১ সালের বিশ্বকাপে পুরোপুরি হতাশ করে বাংলাদেশ। তবে গত কয়েকদিনে টি-টোয়েন্টিতেও বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দল। তাসকিন ছিলেন দুই সময়েই। কী বদলালো আসলে?

তাসকিন জবাবে বলছিলেন, ‘ওইটা মিসিং ছিল দেখেই ওইটা থেকে শিখে আমরা খেলতেছি। সামনে আরও ভালো কিছু দেখা যাবে। আসলে গ্রাজুয়েলি আমরা প্রসেস অনুযায়ী আমরা উন্নতি করছি এটাই গুরুত্বপূর্ণ। আমাদের মিস্টেক গুলা বারবার রিপিট হচ্ছে কিনা, সেটা জরুরি। ’

‘আমাদের মিস্টেকগুলো আগের থেকে কমে আসতেছে যেকোনো ফরম্যাটা। শেখার প্রসেসটা খুব দারুণ যাচ্ছে, আমরাও শিখতে খুব আগ্রহী। যেহেতু আমাদেরও স্বপ্ন ওয়ার্ল্ডের বেস্ট টিম হবো। সেই প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলছি, আগাচ্ছি। সেটা আস্তে আস্তে মাঠেও ভিজিবল। যদি এভাবে ধারাবাহিকতা থাকে সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে ওগুলোতেও প্রতিফলন ঘটবে। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!