সুলতান শাহজান: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ত প্রদক্ষিণ করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) মোঃ আজাহার আলী, শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজসহ উপসহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত। এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে বিশেষ বুথ খুলে ই-নামজারি, পর্চা, ভূমি উন্নয়ন কর পরিশোধে অনলাইন সেবা দেওয়া হচ্ছে।