ডেস্ক রিপোর্ট: বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহেরর প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত রাখার আহবানে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে রূপান্তরের আয়োজনে শহরের পাকাপোলমোড় থেকে র্যালিটি বের হয়ে গার্লস স্কুল ব্রিজে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।
এসময় উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ইমরান হোসেন, সুলতানপুর মুদি বাজার কমিটির সভাপতি গৌড় দত্ত, রূপান্তরের পৌরসভার কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা প্রমুখ।
শহরবাসীর প্রতি আহবান জানিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ বলেন, প্রাণ সায়ের খাল দূষণমুক্ত রাখতে পৌরসভার পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। এজন্য সকলকে সচেতন থাকতে হবে।