ডেস্ক রিপোর্ট: শেখ রাসেল দিবস উপলক্ষে হাসিমুখ সেঞ্চুরীর ব্যবস্থ্যপনায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টােবর) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই গাছের চারা তুলে দেন।
হাসিমুখ সেঞ্চুরীর পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক রাসের মাহমুদ, মৌসুমী খাতুন, উজ্জল কুমার, পলাশ কুমার, ভারতী রাণী, মো: মামুন হাসান, শরিফুল ইসলাম, তপন কুমার, জামান হোসেন, অভিজিত বাছাড়, কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শিক্ষার্থীদের মাঝে ৪৫০টি গাছের চারা বিতরণ করা হয়।