মহান স্বাধীনতা দিবস নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ নয় মাস সংগ্রাম ও যুদ্ধের মধ্যদিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদক্ষেপণ করেছে স্বাধীন-সর্বভৌম বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কি ভাবছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা তুলে ধরেছেন নাহিদ সায়াদাত ফুয়াদ।
২৬ শে মার্চ সংগ্রাম ও ঐক্যের প্রতীক
২৬ শে র্মাচ বাংলাদেশের ইতিহাসে একটি অম্লান দিন। স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। এই দিনটি শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয় এবং সাহসিকতার প্রতীক। শহীদদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের শেখায় সংগ্রাম ও ঐক্য।
আমাদের এই মহান সংগ্রামের ইতিহাস ও মূল্যবোধ সংরক্ষণ এবং তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা, শান্তি ও সামগ্রিক উন্নতি অর্জনের পথে আমরা যেন কখনোই সেই সংগ্রামের মহত্ত্ব ভুলে না যাই। –তাসরিন হোসেন, ফার্মেসি বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়
স্বাধীনতার প্রশ্নে এক চুলও ছাড় নয়
২৬ শে মার্চ বাংলার স্বাধীনতা দিবস। শাসকের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার বিপরীতে দাড়িয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। মনে পড়ে লাখো বীর সন্তানের কথা, যারা তাজা রক্তের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দেয়। কবি বলেন ‘বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান, জীবন দিয়ে রাখবো মোরা স্বাধীনতার মান’। আমাদের দেশকে কেউ বলে ধানের দেশ, কেউ বলে গানের দেশ, আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ। প্রাণের দেশের স্বাধীনতা অর্জনের দিনটিতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলা বীর সন্তানদের; যাদের আত্মত্যাগ, সংগ্রাম ও বীরত্বের ফলশ্রুতিতে মিলেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিধায় দেশের স্বাধীনতার প্রশ্নে এক চুল ছাড় দিতেও আমরা রাজি না। যেহেতু আমরা উদ্যমের সাথে স্বাধীনতা অর্জন করেছি, বীরত্ব ও গৌরবের সাথে তা রক্ষা করব। -সুজয় পাল, রসায়ন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়
এখন সময় নতুন সম্ভাবনার
রক্তের স্রোতে লেখা হয়েছিল ১৯৭১-এর স্বাধীনতার মহাকাব্য। এরপর পেরিয়েছে অর্ধ শতাব্দীরও বেশি সময়। তবুও বাক স্বাধীনতা, ভোটাধিকার, মুক্তচিন্তা যেন এখনো শিকলবন্দী। মৌলিক অধিকার রয়ে গেছে কাগজে-কলমে বন্দী। মানুষ কেঁদে ওঠে তার বোবা কান্নায়।
২০২৪ সালে ছাত্রসমাজ আবারও রুখে দাঁড়িয়েছে, অতীতের মতোই। ইতিহাসের চক্রপথে ফিরিয়ে এনেছে স্বাধীনতার সেই দীপ্ত স্বপ্ন। জন্মান্ধ দেখতে শিখেছে, বোবা কথা বলা শিখেছে, হাঁটতে শিখেছে পঙ্গু। শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শপথ, নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ। এখন সময় নতুন সম্ভাবনার। স্বাধীনতা কেবল অর্জনের নয়, এটি রক্ষা ও প্রতিষ্ঠার সংগ্রাম। গণতন্ত্রের শুদ্ধতা নিশ্চিত আমরাই করব, ভোটাধিকার ফিরিয়ে আমরাই আনবো, ভাতের অধিকার আমরাই প্রতিষ্ঠা করব, রাষ্ট্রব্যবস্থাকে করব জনগণের স্বার্থরক্ষার রক্ষাকবচ। এই সত্যের আলো যে নিভিয়ে দিতে চায়, ততদিন আমার মুক্ত তরবারির যুদ্ধ চলবে, চলবে আমার কলম যুদ্ধ। কারণ স্বাধীনতা মানে কেবল পতাকা নয়, এটি মানুষের অধিকার, ন্যায়ের বিজয়। কাব্যিক ভাষায় বলতে চাই,
‘আমি শুর সাহসী সৈনিক,
অন্যায়ের বিরুদ্ধে আমি অটল অদম্য এক যোদ্ধা,
নিপীড়নের শৃঙ্খল ছিঁড়ে গড়ে তুলি নতুন ইতিহাস,
আমার কণ্ঠে ধ্বনিত হয় মুক্তির মহাকাব্য।
এই দেশ আমার, আমার ভাইয়ের, করব শকুন মুক্ত।’ -সামিউল হাসান শোভন, মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়
মহান স্বাধীনতা দিবস অনুপ্রেরণার উৎস
স্বাধীনতা দিবস বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই সকল বীর শহীদের কথা যাদের প্রাণোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি। তাদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে। এই দিনটি আমাদের সংগ্রামী চেতনা আরো সমৃদ্ধ করে, নতুন করে দেশ গড়ার অঙ্গীকার করার সাহস যোগায়। জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে অনুপ্রাণিত করে। বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। যেন আমরা সকলে সম্মিলিতভাবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে পারি। -আরিফা আক্তার সোমা, ইংরেজি বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়