ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খালের দু’পাড়ে বৃক্ষ বীজ বপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের পাকাপুলের মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রাণ সায়ের খাল রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাব এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যাপক পবিত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, সাংবাদিক শেখ আব্দুল আলিম, প্রকৃতি ও জীবন ক্লাবের সহ-সভাপতি আহসানুর রহমান রাজিব, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন প্রমুখ।
এর আগে প্রাণ সায়ের খালের পাড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের নেতারা প্রাণ সায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।