শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আজিজুলের সেঞ্চুরি, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রতিবেদক
admin
নভেম্বর ২৯, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক | ব্যাট হাতে লড়লেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। হাকিম সেঞ্চুরির দেখা পেলেও কালাম পাননি।

তবে আফগানদের বিপক্ষে বল হাতে লড়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসাইন ইমন। তাদের নৈপুণ্যে ৪৫ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ১৮৩ রানের বেশি করতে পারেনি আফগানরা।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় জাওয়াদ আবরারকে। শুরুর এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েন কালাম ও আজিজুল। এই জুটি অবশ্য ভেঙে দেন বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে কয়েকদিন আগে দুর্দান্ত বল করা আল্লাহ মোহাম্মদ গজনফর। ১১০ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন কালাম।

তবে ফিফটি হাঁকিয়ে লড়তে থাকেন আজিজুল। যদিও অপরপ্রান্তে চলছিল উইকেটের মিছিল। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সেঞ্চুরি পূর্ণ করে নেন আজিজুল। ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে তিনি বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন আবদুল আজিজ, ওমরজাই ও স্টানিকজাই।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি আফগানদেরও। তাদের দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর জুটি গড়েন ফয়সাল খান ও নাসির খান। ফিফটি হাকিয়ে ফয়সাল বিদায় নিলে ভাঙে জুটি। ৫৮ বলে ৫৮ রান করে তিনি সাজঘরে ফেরেন। কিছুক্ষণ পর উইকেট হারান নাসিরও। তার ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি উইকেটগুলোর দ্রুত পতনে সহজেই জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705