কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকরামুর ইসলাম শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাব রক্ষক মো: ওয়ালিউর রহমান, এলডিএ মো: শাহাদাত হোসেন, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ, এলডিএ জি. এম. মো: মনিরুজ্জামান প্রমুখ।
সভায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকরামুর ইসলাম শাওন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো বলেই আজ দেশ এতো সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অর্থনীতিতে সম্মানের জায়গায় স্থান করে নিয়েছে।
ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, স্বাধীনতাকে অর্থবহ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পারিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতী মাওলানা মঈনুদ্দিন।