সোমবার , ২৯ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোলে ২০ পিস স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক

প্রতিবেদক
the editors
মে ২৯, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ২০ পিস স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইমিগ্রেশনের ভেতর থেকে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা স্বর্ণের বারসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লাওয়াছড়া গ্রামের আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৩), একই এলাকার শাহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৭) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাণীসর্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব মিয়া।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহিদ জানান, গোপনে স্বর্ণ পাচারের খবর পেয়ে ইমিগ্রেশনে তৎপরতা বাড়ানো হয়। একপর্যায়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করলে, তাদের দেহ তল্লাশি করে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা । আসামিদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!