the editors logo
Wednesday , 31 May 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়ায় পৃথক ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত

প্রতিবেদক
the editors
May 31, 2023 4:58 pm

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় পৃথক ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বুধবার (৩১ মে) উপজেলার শাকদহা ও কাজিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াব হোসেন (৫৮) ও কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল (৪৫)।

এছাড়া আহত রাসেল হোসেন কলারোয়ার কলাটুপি গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তোয়াব হোসেন তার এক আত্মীয়ের জানাজা নামাজ পড়তে বাগআচড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, কলাটুপি গ্রামের নিজ বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিলেন বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল। তিনিও শাকদহা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মাহমুদ কলি মন্ডলের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পিছনে বসে থাকা রাসেল হোসেন গুরুতর আহত হন।

তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়