শনিবার , ১০ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

প্রতিবেদক
the editors
জুন ১০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বিকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা বিলে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাবের আয়োজনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় গোপালগঞ্জ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, কয়রা, শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া অংশ নেয়।

এর মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে টাইগার, দ্বিতীয় স্থান অধিকার করে বাহাদুর ও তৃতীয় স্থান অধিকার করে সোনার হরিণ।

প্রতিযোগিতা শেষে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মো. ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

স্বাগত বক্তব্য রাখেন ঘোরদৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ফিরোজ হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!