ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে গভীর রাতে শার্শা থানার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে সীমান্ত গলিয়ে আসা এসব গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শার্শা থানা পুলিশ প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার হয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে এসআই খান সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সেখানে গোপনে অবস্থান নেয়। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি জব্দ করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা গুলির মূল্য প্রায় ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমানকে (৩৩) পাচারকারী হিসেবে চিনতে পারায় তাকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।