শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মরিচ্চাপ ও বেতনার সাথে সংযুক্ত করে প্রাণসায়ের খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

প্রতিবেদক
the editors
নভেম্বর ১, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: মরিচ্চাপ ও বেতনার সাথে সংযুক্ত করে সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার সকালে সুলতানপুর বড়বাজার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, খুলনা বিভাগের একমাত্র খাল হিসেবে প্রাণসায়ের খালকে বেছে নেওয়া হয়েছে। এখালের দু’মুখ মরিচ্চাপ ও বেতনা নদীতে মিশিয়ে দিয়ে প্রবাহ সচল করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দৃষ্টিনন্দন করা হবে।

প্রসঙ্গত, ১৮৫০ সালে সাতক্ষীরার তৎকালীন জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্য ও শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রাণসায়ের খাল খনন করেন। খালটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। দক্ষিণে মরিচ্চাপ ও উত্তরে বেতনা নদীর সাথে খালটি মিশেছে। তবে দু’মুখ আটকে রাখায় প্রবাহহীন হয়ে পড়েছে খালটি। ২০২০ সালে ১০ কোটি টাকা ব্যয়ে খালটি খনন করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ৪ বছর যেতে না যেতেই ময়লার ভাগাড়ে পরিণত হয় সেটি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় শহরের পানি প্রাণসায়ের দিয়ে সরতে না পারায় পৌরশহরের অর্ধেক এলাকা এখনও জলমগ্ন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!