আন্তর্জাতিক ডেস্ক | আফগানিস্তানে সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দেশটির তালেবান প্রশাসন এ নিষেধাজ্ঞা দিয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভী আব্দুল হাকিম সারায়ে বলেন, দেশের সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে, কারণ এ দলগুলোর শরিয়াহ ভিত্তিক কোনো স্থান বা ভূমিকা নেই। এসব দলের সঙ্গে কোনো জাতীয় স্বার্থ জড়িত নয়। জাতি তাদের পছন্দ করে না।
বিচারমন্ত্রীর এ বিবৃতি কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়। পরে এ প্রতিবেদন তালেবান মিডিয়ায় বিবৃতি আকারে প্রকাশ করা হয়।
সূত্র: ডন