সুলতান শাহজান: তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু ২ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭১ হাজার ২০০ টাকা।
অনুষ্ঠানে ইউপি সচিব মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শেখ হারুন অর রশিদ, খুলনা বেতারের নিয়মিত গীতিকার গোলাম মোস্তফা, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, মহিলা ইউপি সদস্য মোছাঃ দেলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের গুণীজনদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।