শনিবার , ৩ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ জুলাই মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশ

প্রতিবেদক
the editors
জুন ৩, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার (৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বী রমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নূরুল আলম, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা সফি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, জিএম মনিরুজ্জামান, ফজলুর রহমান, অ্যাড. শফিউল ইসলাম খান, কাজী আকতার হোসেন, আদিত্য মল্লিক, শেখ সিদ্দিকুর রহমান, আবুল হোসেন, শেখ হারুন উর রশিদ, জহুরুল কবির, অধ্যাপক ইদ্রিস আলী, তানজির কচি, লায়লা পারভীন সেঁজুতি, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর করিম, নাজমুন নাহার মুন্নি, মো. মফিদুর রহমান লিটু, গাজী শাহজাহান সিরাজ, নিত্যানন্দ সরকার, আব্দুস সামাদ, স. ম ইকবাল পারভেজ জয়, আব্দুস ছবুর, অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, মাহমুদ আলী সুমন, মো. হজরত আলী, আসাদুজ্জামান সরদার, আহসানুর রহমান রাজিব, জিএম মনিরুজ্জামান, এমডি রায়হান সিদ্দিকী, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, মো. মফিজুল ইসলাম প্রমুখ।

সভায় স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী (১৯ জুন) উপলক্ষে আগামী ৮ জুলাই সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতিকে সমন্বয়ক এবং উপস্থিত সকলকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!