রবিবার , ১১ জুন ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এ কারখানা।

আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি।

তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।

তুর্কি গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!