রবিবার , ১১ জুন ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শায় হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী পরিবার, উৎসুক মানুষের ভীড়

প্রতিবেদক
the editors
জুন ১১, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন মানবী ওয়েল কেয়ার ইউএসএ-২০ এর চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা।

রোববার (১১ মে) দুপুর ২টায় নিজ বাড়ির ছাদে তৈরী হেলিপ্যাডে অবতরণ করে তাদের বহনকারী হেলিকপ্টারটি। এর আগে আমেরিকা থেকে ঢাকায় পৌঁছান তারা।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে ও একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ-২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবী আসাদ এষনা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি আমেরিকার নাগরিকত্ব লাভ করে বাবা-মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালোবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে দোয়া চাই।

স্থানীরা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনার পরিবারটি তাদের গর্বের। তারা প্রবাসে থেকেও এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় সবসময় পাশে দাড়ায়। উপশহর বাগআঁচড়ায় হেলিকপ্টার যোগে এই প্রথম কোনো প্রবাসীর আগমন।

এদিকে, তারা হেলিকপ্টার যোগে আগমনে উৎসুক জনতার ভীড় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!