ডেস্ক রিপোর্ট: উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পক্ষকে অবৈধ সুবিধা দেয়া হবে না। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। কোনো প্রার্থী বা সমর্থক ভোটকেন্দ্রে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর থাকবে। আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। এক ব্যক্তি একাধিকবার কোনো কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি একাধিকবার কেন্দ্রের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
সোমবার (২০ মে) আশাশুনি হাইস্কুল মাঠে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড শেষে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ডিবির ওসি মোঃ তারেক হাসান ইবনে আজিজ, পুলিশ পরিদর্শক চৌধুরী রেজাউল করিম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।